মালয়েশিয়ায় কাঙালী ভোজে পদদলিত হয়ে নিহত ২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মালয়েশিয়ায় বিনামূল্যে খাবার সংগ্রহের লাইনে পদদলিত হয়ে দুই নারী নিহত হয়েছেন। সোমবার দেশটির রাজধানী কুয়ালালামপুরে এ ঘটনা ঘটে।

কুয়ালালামপুরে পুডু জেলার একটি বেসরকারি কোম্পানি চন্দ্রবর্ষ পালন উপলক্ষে ২০০ মানুষকে বিনামূল্যে খাবার দেয়ার আয়োজন করে। কিন্তু ওই স্থানে প্রায় এক হাজারেরও বেশি মানুষ জড়ো হয়। খাবারের কুপন পেতে হুড়োহুডির এক পর্যায়ে মারা যান দুই বৃদ্ধা।

নিহত দুই বৃদ্ধার নাম লাও ইয়ন নাং ও আহ পহ। দুজনের বয়স ৭৮ ও ৮৫ বছর। চিকিৎসকরা জানিয়েছেন লাইনে পদদলিত হয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তারা।

এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। তবে তাদের অবস্থা সংকটজনক নয়। কুয়ালালামপুরের প্রধান সহকারী পুলিশ কমিশনার শাহারুদ্দিন আবদুল্লাহ বলেন, অন্য আহতরাও শ্বাসরুদ্ধ হয়ে মরতে বসেছিলেন।

ঘটনাস্থলে থাকা একজন নিরাপত্তারক্ষী বলেন, ‘সবাইকে শৃঙ্খলার সঙ্গে লাইনে দাড়াতে বলা হয়েছিলো। কিন্তু তারা একে অপরকে ধাক্কাতে থাকেন।’