মালয়েশিয়ার রাজার বিশেষ ক্ষমায় দেশে ফিরলেন তিন বাংলাদেশি

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

মালয়েশিয়া রাজার বিশেষ ক্ষমতায় তিন বাংলাদেশিকে কারাগার থেকে মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে সেদেশের সরকার।

বুধবার দিবাগত রাতে একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন তারা। ওই তিন বাংলাদেশি হলেন- খলিল মিয়া, অর্ণব রাসেল ও নুরুল ইসলাম।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিভিন্ন অভিযোগে আটক এসব বাংলাদেশি বেশ কয়েক বছর ধরে মালয়েশিয়ার কারাগারে ছিলেন। পরে তারা দণ্ড মওকুফ চেয়ে দেশটির রাজার কাছে আবেদন করলে তা গৃহীত হয়।

এদিকে, ওই তিন বাংলাদেশির মধ্যে দু’জনের দেশে গ্রামের ঠিকানা খুঁজে পেতে বেগ পেতে হয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনকে। পরিবারের অসচ্ছলতার কারণে তাদের দেশে ফেরত পাঠাতে বিমান টিকিটের ব্যবস্থাও করতে হয়েছে খোদ হাইকমিশনকে।

ওই ব্যক্তিদের এলাকার জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা টিকিটের ব্যবস্থা করেন এবং মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সার্বিক সহযোগিতায় তাদেরকে বুধবার রাতেই দেশে ফেরত পাঠানো হয়।

এদিকে, বাংলাদেশিদের প্রতি মালয়েশিয়ার রাজার এমন মহানুভবতায় কৃতজ্ঞতা জানিয়েছেন সেখানকার বাংলাদেশ কমিউনিটির নেতারা।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন