মালির সেনাবাহিনী ঘাঁটিতে উগ্রপন্থিদের হামলা, নিহত ১৭

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আফ্রিকান দেশ মালির সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলার ঘটনায় ১৭ সেনাসদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ সেনা। দুটি ভিন্ন সংগঠন ইতোমধ্যেই ওই হামলার দায় স্বীকার করেছে।
বিবিসি জানায়, দেশটির মধ্যাঞ্চলীয় শহর নামপালার ওই সামরিক ঘাঁটিটি দখল করে এর একটি অংশে আগুন ধরিয়ে দেয় ভারী অস্ত্রে সজ্জিত হামলাকারীরা।
হামলার পর মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইটা নিরাপত্তা বিষয়ক জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডারদের ডাকা হয়েছে।
মালিতে সহিংস জাতিগত গোষ্ঠীর পাশাপাশি বেশ কয়েকটি উগ্রপন্থি গোষ্ঠীও রয়েছে। তবে ফুলানি নামের একটি সংগঠন এই সেনাঘাঁটিতে ওই হামলার দায় স্বীকার করেছে। আবারও ইসলামি সংগঠন আনসার দ্বীনি সংগঠনও ওই হামলার দায় স্বীকার করেছে।
এর আগে, গত বছর মালির রাজধানী বামাকোর একটি হোটেলে প্রাণঘাতি হামলার দ্বায় স্বীকার করে তিন জিহাদি সংগঠন।

সূত্র: আলোকিত বাংলাদেশ