মামলা দুভাবে মোকাবিলা করবে বিএনপি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

‘মিথ্যা মামলা’র  বিরুদ্ধে আইনি লড়াইয়ের পাশাপাশি বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলার কথা ভাবছে বিএনপি।

 

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এর আগে আমরা বেশ কিছু আন্দোলনও করেছি। আমরা আবারো বিষয়টি নিয়ে কথা বলছি। এই ব্যাপারে যতটুক সম্ভব আমরা রাজনৈতিকভাবে মোকাবিলার চেষ্টা করব।`

 

শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

এর আগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের এক যৌথসভা হয়। এতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালন ও হজ শেষে তার দেশে ফেরার বিষয় নিয়ে আলোচনা হয়।

 

যৌথসভা শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘১১ সেপ্টেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস ছিল। যেহেতু ঈদের সময় ছিল, তাই এই দিবসটি পালন করতে আমরা পারিনি। সেই কারণে আগামী মঙ্গলবার ২০ সেপ্টেম্বর বিকেল ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

 

আগামী ২২ তারিখ হজ পালন শেষে খালেদা জিয়া দেশে ফিরে আসলে সেদিন তাকে ‘যথাপযুক্ত সংবর্ধনা’ দেওয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব।

 

মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথসভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা নুরী আরা সাফা, শিরিন সুলতানা, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, রাজীব আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সূত্র : রাইজিংবিডি