মান্নার নাগরিক ঐক্যে যোগ দিচ্ছেন সাবেক কূটনীতিক

ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যে যোগ দিচ্ছেন সাবেক কূটনীতিক সাকিব আলী। শনিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনিসহ বেশ কয়েকজন যোগ দেবেন।

যোগদান অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্নাসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

সাকিব আলী করাচি, বেইজিং ও ওয়াশিংটন ডিসির ডেপুটি হাইকমিশনার ছিলেন। শিক্ষকতা করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজে। সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে সমর্থন করতে না পারায় মেয়াদের পূর্বেই স্বেচ্ছায় অবসরে যান সাকিব আলী।

নাগরিক ঐক্যে আরও যারা যোগ দিচ্ছেন, তারা হলেন- এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষক নাজমুস সাদাত, সাবেক ছাত্র নেতা সামিউল আলম রাসু, শিক্ষিকা ফেরদৌসি আক্তার, নিরাপদ সড়ক ও ভ্যাট বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক রাজ্জাক সজীব, সেলিম রেজা, শরীফুজ্জামান প্রিন্সসহ আরও অনেকে।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার যুগান্তরকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাকিব আলী ২০১৫ সালে পদত্যাগ করেন। তিনি কোনো ধরনের সরকারি অবসর সুবিধা গ্রহণ করেননি। ১৯৯১ সালে দশম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারে ৩য় স্থান অধিকার করে কর্মজীবন শুরু করেন সাকিব আলী।

 

সূত্রঃ যুগান্তর