মান্দায় হাটে হাটে অতিরিক্ত টোল আদায়: সিপিবির প্রতিবাদ পথসভা

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মান্দা উপজেলা শাখার উদ্যোগে হাটে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে মিছিলসহ প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সতীহাটে মিছিলসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাটের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে প্রতিবাদ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান।

মান্দা উপজেলা শাখার সদস্য কমরেড সেকেন্দার আলীর সভাপতিত্বে সভাগুলিতে বক্তব্য রাখেন উপজেলা শাখার সদস্য কমরেড হাফিজুর রহমান, কমরেড ওহিদুর রহমান, কমরেড ওসমান গনি, কমরেড নিমাই চন্দ্র প্রমূখ।
বক্তারা বলেন, সিপিবি মান্দা উপজেলা শাখা অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে দীর্ঘ দিন যাবৎ সভা-সমাবেশ,স্মারক লিপি প্রদান সহ লড়াই সংগ্রাম করে আসছে। ফলে ঈদ-উল- আজহার পূর্বে উপজেলা প্রশাসনের নির্দেশে সরকার কর্তৃক নির্ধারিত হারে  টোল আদায় হলেও বর্তমানে আবারো অতিরিক্ত হারে টোলের নামে ক্রেতা-বিক্রেতাদের জিম্মি করে চাঁদাবাজি করা শুরু হয়েছে। সরকারী নির্দেশনা মেনে চলার পাশাপাশি অবিলম্বে এ চাঁদাবাজি বন্ধ করে সরকার কর্তৃক নির্ধারিত টোল আদায়ের তালিকা সম্বলিত সাইন বোর্ড প্রতিটি বাজারে টাঙ্গানোর দাবী জানান।

 

স/আর