মান্দায় প্রতিপক্ষের কোদালের কোপে দুইজন জখম, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দায় যাতায়াতের রাস্তায় গাছ লাগানোকে কেন্দ্র পরে রফিকুল ইসলাম নামে একব্যক্তি নারীসহ দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে। এরা হলেন, জামাল হোসেন (৩৮) ও বিউটি বিবি (২৮)। তাদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চন গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে আহত জামাল হোসেন মারা গেছেন এমন সংবাদ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে রফিকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। তাদের বাড়িতে আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয়রা।

সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে রফিকুলসহ চারজনকে আটক করেছে পুলিশ। রফিকুলের বাড়ি থেকে শুলফি, ফলা, ছোরাসহ বেশকিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, আটক রফিকুল ইসলাম বুধবার সকালে যাতায়াতের রাস্তা বন্ধ করে গাছ লাগানোর চেষ্টা করে। এসময় জামাল হোসেন বাধা দিয়ে তাকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করা হয়। জামালকে বাঁচাতে বিউটি বিবি এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রফিকুল ইসলাম (৫৫), তার দুই স্ত্রী জুলেখা বিবি (৪৫) ও বীনা বিবি (২৬) এবং মেয়ে রনি আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকার অবস্থা শান্ত রয়েছে বলে জানান তিনি।
স/শ