মাদারীপুরের শিবচরে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাদারীপুরের শিবচরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাজী আবদুল মজিদ (৭৫) নামে আরও এক রোগী মারা গেছেন।

তিনি গত এক সপ্তাহ ধরে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তিনি শিবচরের নিজ বাড়িতে মারা যান।

আবদুল মজিদের ছেলে এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, আমার আব্বাকে গত এক সপ্তাহ ধরে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা করিয়েছি। তার রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে ২০ হাজারে নেমে আসে।

ঢাকা থেকে শিবচরের বাড়িতে তিনি মঙ্গলবার সন্ধ্যার দিকে আসেন এবং রাত ১টার দিকে মারা যান।

এ নিয়ে মাদারীপুরে এখন পর্যন্ত ছয়জন ডেঙ্গু রোগী মারা গেছেন। এদের মধ্যে কালকিনি ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুজন মারা গেছেন।

বাকি চারজন ফরিদপুর মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছিল।