শুক্রবার , ২০ অক্টোবর ২০২৩ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মাদক সেবনের আসরে ছাত্রলীগ নেতা, ছবি ভাইরাল

Paris
অক্টোবর ২০, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ

নাটোরের লালপুরে আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতার মাদকের আসরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) মাদক সেবনের চারটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে ছবিটি কতদিন আগের তা জানা যায়নি।

ছবিতে দেখা যায়, একটি আবদ্ধ ঘরে বসে গাঁজা ও মদ সেবনের জন্য প্রস্তুত করছেন মাদকসেবীরা। সেখানে খালি গায়ে বসে আছেন ছাত্রলীগ নেতা জিসানুর রহমান। তার পাশের প্লেটে চানাচুর রাখা।

jagonews24

জিসানুর রহমান আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলার সালামপুর গ্রামের জিল্লুর রহমান ছেলে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জিসানুর রহমান। তিনি বলেন, ‘আমি রাজনীতি করার কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়। সেখানেও গিয়েছিলাম। তবে আমি কোনো মাদক সেবন করিনি। এমনকি আমি সিগারেটেও খাই না। আমার ডোপ ডেস্ট করলে তার প্রমাণ পাওয়া যাবে।’

এ বিষয়ে নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন বলেন, বিষয়টি আমরা জেনেছি। তদন্ত করে সত্যতা পেলে তার বিরুদ্ধের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - রাজশাহীর খবর