মাদক ব্যবসা পরিত্যাগকারীদের পুনর্বাসন নিয়ে আরএমপির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
মাদক ব্যবসা পরিত্যাগকারীদের পুনর্বাসন নিয়ে আর এম পির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও মাদকব্যবসা পরিত্যাগকারীদের সংগঠন ”নতুন জীবন” এর আয়োজনে এ অনুষ্ঠিত হয়।

সভায় আমির জাফর ডিসি (পশ্চিম)-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন ডিসি (সদর) তানভীর হায়দার চৈাধুরী।

আরও উপস্থিত ছিলেন, এডিসি (সদর) শিরিন আক্তার জাহান, এডিসি (পশ্চিম) আব্দুর রশিদ, বোয়ালিয়া মডেল থানার এসি সোহোরায়ার্দী, ওসি আমানুল্লাহ আমান, নতুন জীবনের উপদেষ্টা পরিষদের সদস্য চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান,সহ সভাপতি মাসুদুর রহমান রিংকু, নির্বাহী পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সম্পাদক আব্দুল্লাহ আল রেজা, কোষাধক্ষফারুক হোসেন, বোয়ালিয়া মডেল থানা আওয়ামীলীগ সভাপতি আতিকুর রহমান কালু, মহানগর স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর সদস্য, বোয়ালিয়া মডেল থানা এলাকাধীন মাদক ব্যবসা পরিত্যাগকারী সহ আরও অনেকে।

সভায় মাদক ব্যবসা পরিত্যাগকারীগন তাদের দাবী দাওয়া তুলে ধরলে নতুন জীবনের পক্ষ থেকে বিভিন্ন ভাবে পর্যায়ক্রমে তাদের যত দ্রুত সম্ভব পুর্নবাসনের আশ্বাস দেয়া হয়। একই সাথে পুনরায় মাদকের সাথে না জড়ানোর জন্য তাদের কঠোর ভাবে হুশিয়ার করা হয়।
স/শ