মাতৃভাষা দিবসে রাবি প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৭টায় প্রভাত ফেরি শেষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৮টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের পশ্চিম চত্বরে রাবি কর্মকর্তা সমিতির আলোচনা সভা এবং সাড়ে ৯টায় শহীদ স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাবি ইউনিট কমান্ডের আলোচনা সভা, বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে কোরআনখানি ও বিশেষ মোনাজাত, বিকেল ৫টায় শহীদ হবিবুর রহমান হল মুক্তমঞ্চে হল বার্ষিকীর উন্মোচন অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

স/বি