মাঝ আকাশে জন্ম শিশুর!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সৌদি আরবের দাম্মাম থেকে কেরলের কোচির উদ্দেশে রওনা দিয়েছিল জেট এয়ারওয়েজের বিমান। মাঝ আকাশেই এক সন্তানসম্ভবা মহিলার প্রসব যন্ত্রণা ওঠে। তড়িঘড়ি বিমানটিকে ঘুরিয়ে মুম্বইয়ের দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলট।

বোয়িং ৭৩৭ বিমানটির ১৬২ জন যাত্রী যখন আরব সাগরের উপরে, তখনই বিমানকর্মীরা ঘোষণা করতে থাকেন, বিমানে কোনও ডাক্তার রয়েছেন কিনা, তাহলে তিনি যেন এগিয়ে আসেন।

কোনও ডাক্তার বিমানে ছিলেন না। তবে উইলসন নামে একজন নার্স, বিমানকর্মীদের সঙ্গে মহিলাকে সাহায্য করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫ হাজার ফুট উঁচুতে মাঝ আকাশেই মহিলা জন্ম দেন শিশুর।

মুম্বইয়ে বিমান অবতরণের পরেই শিশু ও মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনেই এখন সুস্থ।

জেট এয়ারওয়েজের একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘আমাদের বিমানের মধ্যে এই প্রথম কোনও শিশু জন্ম নিল। তাই জেট এয়ারওয়েজ শিশুটিকে সারাজীবেনর জন্য আমাদের বিমানে চড়ার একটি পাস দিচ্ছে।’’

এটিই সেই সদ্যোজাতের প্রথম উপহার। পরে অবশ্য ঘণ্টা দেড়েক দেরিতে হলেও বিমানটি কোচির উদ্দেশে রওনা হয়ে যায়। সূত্র: এবেলা