বৃহস্পতিবার , ১৪ জুলাই ২০১৬ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মহাখালীতে ডোবায় পড়ে নিখোঁজ শিশু সানজিদার লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
জুলাই ১৪, ২০১৬ ১১:২৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর মহাখালীর বাসস্ট্যান্ডের পাশে ডোবায় পড়ে যাওয়া শিশু সানজিদার (৬) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযানে নেমে তারা নিখোঁজ শিশু সানজিদার লাশ উদ্ধার করে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার পর থেকে দ্বিতীয় দফার উদ্ধার অভিযান শুরু করে।

এর আগে গতকাল শিশুটিকে উদ্ধার করা পর্যন্ত অভিযান চলবে বলে রাত ১২টার দিকে বলেন ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক মোজাম্মেল হক। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে। রাতে অভিযানে কিছুটা বিরতি দিয়ে সকাল থেকে আবার শুরু হবে।

উল্লেখ্য, বুধবার বেলা ৩টার পর শিশু সানজিদা ডোবায় পড়ে নিখোঁজ হয়। ডুবে যাওয়া শিশু সানজিদার বাবার নাম শাহ আলম। পেশায় ভ্যানচালক আলম পরিবার নিয়ে ৭৩/১২, রিপন মিয়ার বাড়িতে তারা ভাড়া থাকেন। শাহ আলমের চার সন্তানের মধ্যে সানজিদা সবার ছোট। রুবেল (১৪), রাসেল (১০) ও শান্তা (৮) নামে তিন ভাই-বোন স্থানীয় আমতলী স্টাফ ওয়েলফেয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়লেও এখনও কোনো স্কুলে ভর্তি হয়নি সানজিদা।
সূথ্র: কালের কণ্ঠ

সর্বশেষ - রাজশাহীর খবর