বাঘায় মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার খানপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাষ্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি হার্ডস্টোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাাহি…রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে দুই মেয়ে রয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১ টায় নিজ খানপুর গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়রম্যান-১, বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক সরকার, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাষ্টার, জেলা আওয়ামীলীগ সদস্য রোকনুজ্জামান রিন্টু, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হীরন্দ্রনাথ প্রামানিক।

উল্লেখ্য মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাষ্টার বুধবার ভারতে চিকিৎসা নিতে যাওয়ার পথে দর্শনা বডারে দুপুরে হার্ডস্টোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

 

স/আ