মরগানের রেকর্ড গড়া ম্যাচে তাণ্ডব বাটলারের

ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১০০তম ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন অধিনায়ক ইয়ন মরগান। তার রেকর্ড গড়া ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালিয়ে জয়ে স্মরণীয় করে রাখলেন জস বাটলার।

বাটলার তাণ্ডবে উড়ে গেল ভারত। কোহলিদের বিপক্ষে ১৫৭ রানের সহজ টার্গেট তাড়ায় ১০ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে ইংল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ এগিয়ে গেল ইয়ন মরগানের নেতৃত্বাধীন দলটি।

দলের জয়ে ৫২ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৮৩ রান করেন বাটলার। এছাড়া ২৮ বলে ৫ চারে ৪০ রান করেন জনি বেয়ারস্টো।

মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫.২ ওভারে স্কোর বোর্ডে মাত্র ২৪ রান যোগ করতেই ভারত হারায় ওপেনার লোকেশ রাহুল, রোহিত শর্মা ও ইশান কিশানের উইকেট।

চতুর্থ উইকেটে কোহলির সঙ্গে ৪০ রানের জুটি গড়ে ফেরেন ঋষভ পন্থ (২৫)। দলীয় ৮৬ রানে ফেরেন স্রেয়াশ আইয়ার (৯)। এরপর হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান কোহলি।

ইনিংসের শেষ বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন পান্ডিয়া। তার আগে কোহলির সঙ্গে ৩৫ বলে গড়েন ৭০ রানের জুটি। তাদের এ জুটিতেই সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয় ভারত।

পরপর দুই ইনিংসে শূনরানে আউট হওয়া ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি টানা দুই ম্যাচে খেললেন ৭৩* ও ৭৭* রানের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৫৬/৬ (বিরাট কোহলি ৭৭*, ঋষভ পন্থ ২৫; মার্ক উড ৩/৩১)।
ইংল্যান্ড: ১৮.২ ওভারে ১৫৮/২ (জস বাটলার ৮৩*, জনি বেয়ারস্টো ৪০*)।
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।