বার্সেলোনায় যে ইতিহাস গড়লেন মেসি

ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে লিওনেল মেসির নাম। আর্জেন্টাইন এই সুপারস্টার বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন।

সোমবার ন্যুক্যাম্পে মেসির জোড়া গোলে উয়েস্কাকে ৪-১ গোলে উড়িয়ে ২৭ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লা লিগার দ্বিতীয় স্থানে বার্সেলোনা। ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাথলেটিকো মাদ্রিদ।

এদিন মাঠে নেমেই ক্লাব কিংবদন্তি জাভি হার্নান্দেসের রেকর্ডে ভাগ বসান মেসি। বার্সার জার্সিতে দুজনই খেলেছেন ৭৬৭টি করে ম্যাচ।

মেসি বার্সার হয়ে সবচেয়ে বেশি ৩৪টি শিরোপা, সর্বোচ্চ ৬৬১ গোল, সর্বোচ্চ ৪৮টি হ্যাটট্রিক, এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ গোলসহ সম্ভাব্য প্রায় সব রেকর্ড গড়েন।

মেসির এমন নান্দনিক পারফরম্যান্সে মুগ্ধ বার্সার কোচ রোনাল্ড কোমান বলেছেন, মেসি আবারও দেখিয়েছে কেন তাকে সবার সেরা বলা হয়। সে ক্লাবের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা সৌভাগ্যবান, মেসি এখনো বার্সেলোনায় খেলে।