মনে হচ্ছে খুব কাছের, প্রিয় কেউ চলে গেছে!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার মারা গেছেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিগ বস ১৩ আসরের বিজয়ী সিদ্ধার্থ।

জানা গেছে, বুধবার রাতে প্রত্যেক দিনের মতো ওষুধ খেয়ে ঘুমাতে যান সিদ্ধার্থ শুক্লা। রাতেই ঘুমের মধ্যে অভিনেতা হৃদরোগ আক্রান্ত হন বলে মনে করছেন চিকিৎসকরা।

সিদ্ধার্থের ভক্ত উপমহাদেশজুড়ে ছড়িয়ে রয়েছে। এই অভিনেতার ভক্ত হয়ে গেছেন সাধারণ থেকে তারকারাও। বাংলাদেশি তারকা শবনম ফারিয়াও ছিলেন সিদ্ধার্থ শুক্লার ভক্ত। তাঁর এই মৃত্যুতে ব্যথিত শবনম ফারিয়া। নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের সবার জীবন অনেক খোলা, সবাই জানি কোন তারকা কি করছে, কোথায় যাচ্ছে! মাঝে মাঝে মনে হয় ওরা আমাদের কাছের কেউ, অনেক চেনা! তেমনি একজন তারকা সিদ্ধার্থ শুক্লা, আমি তার সিরিয়াল দেখিনি কিন্তু বিগ বস দেখে তাক ব্যক্তিত্বের ফ্যান হয়ে গিয়েছিলাম। আজকে ঘুম থেকে উঠে শুনি মাত্র ৪০ বছর বয়সেই কার্ডিয়াক অ্যারেস্টে উনি মারা গেছে। খুবই অদ্ভুত অনুভূতি হচ্ছে! মনে হচ্ছে খুব কাছের, প্রিয় কেউ চলে গেছে!’

দেবী খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘জীবন অনেক ছোট, আমরা শুধু শুধুই অন্যের জীবন নিয়ে আলোচনা, সমালোচনা করে আমাদের নিজেদের সময়টা নষ্ট করি। যাকে ছোট করছি, আসলে সে ছোট হচ্ছে না, আপনার জীবন থেকেই কিছু সময় ছোট হচ্ছে। অন্যের জীবনে কি হচ্ছে, কেন হচ্ছে না ভেবে, নিজেকে ডেভলপ করার চেষ্টা করুন, তার সাথে যা হচ্ছে কাল যে আপনার সাথে হবে না, তার কোনো গ্যারান্টি নেই।’

‘পরকালে যার যার হিসাব সে সেই দিবে, কেউ কারো দায়িত্ব নিবে না। আপনার কি মনে হয়, আপনার একটা বাজে কমেন্ট কারো কিছু চেইঞ্জ করতে পারে? কিন্তু বিশ্বাস করেন, একদিন আপনারই আপনার এই বাজে কমেন্ট এর হিসাব দিতে হবে। সবাইকে সব কিছুর হিসাব দিতে হয়। জীবন একটাই, সোশ্যাল মিডিয়াতে অন্য কে বুলিং করে সময় নস্ট করার মতো বোকামি আর কিছুতে নেই।’