মনিরুজ্জামান শেখ রাহুল এর কবিতা “নিজেকে দেখো”

নিজেকে দেখো

মনিরুজ্জামান শেখ রাহুল


যদি অন্যায় বাড়ে স্বার্থের আবেশে,

প্রতিবাদ করো তখন বীরের বেশে।

তোমারই পানে চেয়ে আছে বিশ্ববাসী,

অন্যায়কে করলে দমন তুমি অবিনাশী।

তোমার উপর অর্পিত দায়িত্বই মূখ্য,

তাই এখনই সময় নিজেকে দেখো।

 

কখনও প্রতিবাদ করো না গীবতে,

মহত্ত্ব যে দমে যায় এমন নিভৃতে।

এতে হয় না আদৌ কোন প্রমাণ,

সততায় আসে সকলের সম্মান।

বিশ্বাস, নীতি, আদর্শ ও মূল্যবোধ,

করে থাকে উন্নত জীবন সংযোগ।

কর্মই দিবে শেষ বিচারের দিনে স্বাক্ষ্য,

অতএব, এবার তুমি নিজেকে দেখো।

 

অন্যের সমালোচনায় কি বা আসে,

মহৎ কর্ম সুখ আনে মনের আকাশে।

সমালোচনাকে দিও না কখনও প্রশয়,

প্রতিবাদেই করবে তুমি সবকিছু জয়।

তখন তুমি হও বজ্র, তখনই হও কঠিন,

যখন অধমেরা করবে সৃষ্টিকে বিহীন।

প্রতিবাদের ক্ষণে নিও না কারো পক্ষ,

সেজন্য আবার তুমি নিজেকে দেখো।

 

সকলেরই মধ্যে রয়েছে প্রতিভা,

যা সৃষ্টি করে উদ্ভাবনীর আভা।

কেউ নয় কারো চেয়ে ক্ষুদ্র,

হোক সে রাজকুমার বা শূদ্র।

তোমার কর্ম হোক জগতের কল্যানে,

সমৃদ্ধ হবে তুমি প্রকৃতির প্রতিষ্ঠানে।

আমি এগুলোই করতে চেয়েছি উল্লেখ্য,

শেষবার বলতে চাই নিজেকে দেখো।


লেখকঃ মনিরুজ্জামান শেখ রাহুল, রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের কম্পিউটার অপারেটর।