মনিরুজ্জামান শেখ রাহুল এর কবিতা “বন্দী আমি”

বন্দী আমি
মনিরুজ্জামান শেখ রাহুল

প্রকৃতি আজ যেন নিস্তব্ধ,
ছেয়ে গেছে ভাইরাসে সংক্রমণ,
চারিদিকে শুধু পীড়ার পরিক্রমণ।
নিশ্চুপ হয়েছে তখন বিশ্বায়ন।

কেউ কোয়ারেন্টাইন নামক
কারাগারে আবদ্ধ,
আইসোলেশনে কেউবা ব্যাপক
যন্ত্রনায় দগ্ধ।
পৃথিবীর দেশগুলো করছে
নিজেদের তালাবদ্ধ।

থেমে গেছে উৎসব, বইছে না
স্বস্তির পবন,
ভাবছি শুধু, থামবে কবে
এই পতন।

একটি ঘরে বন্দী হয়ে
গুণছি অপেক্ষার প্রহর,
বিশ্ব মাঝে আসবে কবে
সঞ্জিবনীর বহর ?

মানুষেরা আজ ঘরে
থাকতে হয়েছে বাধ্য,
উড়ন্ত পাখিকে রুখবে
আছে কারো সাধ্য?

কবি আলমাহমুদের মতো
আমিও চাই পাখি হতে,
অন্ততকাল থাকতে চাই
এই প্রকৃতির সাথে।

লেখকঃ মনিরুজ্জামান শেখ রাহুল, রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের কম্পিউটার অপারেটর।