মনিরুজ্জামান শেখ রাহুল এর কবিতা ‘আনন্দ’

আনন্দ
মনিরুজ্জামান শেখ রাহুল

আমি থাকতে চাই
নিজের মতো,
প্রকৃতির মাঝে বিলিয়ে
আনন্দ শত।

আনন্দ সত্যিই কি থাকে
হাসি ও ফূর্তিতে,
আমি তো আনন্দ দেখি
প্রতিভার কীর্তিতে।

তোমার আনন্দ তোমাকে
দেয় তৃপ্তি,
আমার আনন্দ আমাকে
দেয় দীপ্তি।

তুমি সুখি হবে, আনন্দিত হবে,
এটাই তোমার বিশ্বাস,
আমি শ্রম দিবো, যোগ্য হবো,
এটাই আমার আশ্বাস।

সফলতা পেয়ে গেলে
তুমি পাও আনন্দ,
ব্যর্থ হয়ে গেলে তুমি
শুরু করো দ্বন্দ্ব।

ব্যর্থ হলেই কি বন্ধ হয়
সকল দুয়ার,
ব্যর্থতাই যে করে থাকে
ভুলকে পরিষ্কার।
ব্যর্থতা থেকেই শিখতে হবে
এই হোক অঙ্গিকার।

তবেই আসবে প্রকৃত সফলতা,
আনন্দ আসবে তাতেই,
তখন কোনরুপ বিবাদ
হবে না কিছুতেই।

লেখকঃ মনিরুজ্জামান শেখ রাহুল, রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের কম্পিউটার অপারেটর।