মনিরুজ্জামান শেখ রাহুলের কবিতা ‘সাক্ষাৎ’

চারিদিকে ছেয়ে আছে অন্ধকার,
যেন বীভৎস ভয়ঙ্কর অন্ধকার,
মৃত্তিকার বন্ধুত্বে উদাস বৃক্ষ
সাথে ভবনগুলোও নির্বিকার।

অন্তহীন আকাশের হৃদয় চাপা ব্যাথা
ভাগাভাগি করে নক্ষত্র,
এই দুঃখে যেন প্রকৃতি বাতায়নে
উড়িয়ে দেয় না তার পত্র।

ভুলে গেছে নৃত্য করতে
সকল সুগন্ধি রম্য ফুল,
নদীর স্রোতও হয়েছে পথভ্রষ্ট
খুজে পায় না তার কুল।

সন্ধ্যাক্ষণে সূর্যের সাথে হয়েছিলো
আমার শেষ কথা,
সূর্য বলেছে, তার মনে রয়েছে
প্রতারনার ব্যাথা।

কার এত বড় সাহস, যে করেছে
সূর্যের সাথে প্রতারণা,
তার অগ্নি বর্ষণে নিশ্চিহ্ন হবে
হয়ত সে তা জানে না।

সূর্য বলেছে, আমার সাথে আজ
প্রভাতে সে করবে সাক্ষাৎ,
সেই অপেক্ষার পথ পাড়ি দিবো
জেগে থাকবো তাই সারারাত।

 

লেখক- মনিরুজ্জামান শেখ রাহুল, রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের কম্পিউটার অপারেটর।