মনিরুজ্জামান শেখ রাহুলের কবিতা ‘শেকড়ের নাম সিপাইপাড়া’

সিল্কসিটিনিউজ ডেস্ক:
  ‘শেকড়ের নাম সিপাইপাড়া’
ছোট থেকে বড় হয়েছি
সিপাইপাড়া মহল্লায়,
প্রতিবেশী মিলেমিশে
ব্যাপক আনন্দ বাড়ায়।
সকাল হলে বন্ধুরা মিলে
স্কুলের দিকে রওনা হওয়া,
ক্লাস শেষে মাঠে দাঁড়িয়ে
আইসক্রীম খাওয়া।
তবে আমরা ছিলাম না
খুব মেধাবী পড়ুয়া,
অল্প পড়ালেখা আর খেলার জন্য
ব্যাকুল হয়ে মাঠে যাওয়া।
আমাদের বাড়ির সামনে থাকে
লম্বাটে হালকা গড়নের খান,
তার আদর ও ভালোবাসার
ঘনিষ্ঠ বন্ধু সোহান।
রয়েছে আরেকজন সোহান,
সহজ সরলতায় যিনি অম্লান।
ফাইসাল বলেছে, দুপুর হলেই যেন
ভরে উঠে বাড়ির পাশের চত্বর,
সময় হলেই সেখানে উপস্থিত
হতে হবে অতি সত্ত্বর।
সবাই মিলে একসাথে হতো
অনেক ফুর্তি ও আনন্দ,
শৈশবকালের অমর স্মৃতিগুলো
ছিল না কখনই মন্দ।
বিকাল হলেই টিচার্স ট্রেনিং কলেজ
মাঠে পাড়ার ছেলেদের ঢল,
আমরাও যেতাম হাতে নিয়ে
স্ট্যাম্প, ব্যাট ও বল।
বিদ্যুৎ চলে গেলে হতো
একসাথে লুকোচুরি খেলা,
ব্যাপক মজা হতো খেলতে
তিমির রাত্রী বেলা।
তাই প্রসন্ন চিত্তে বলতে চাই
আমার শেকড়ের নাম সিপাইপাড়া,
প্রতিনিয়ত অতীতের চমকপ্রদ
মুহূর্তগুলো দেয় পঞ্চইন্দ্রিয়ে সাড়া।
কবি: মনিরুজ্জামান শেখ রাহুল। তিনি রাজশাহী মহানগর আ.লীগের কার্যালয়ে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন। কবি এ কবিতাটি তার বন্ধুদের উৎসর্গ করেছেন।