রবিবার , ১২ এপ্রিল ২০২০ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভয়াবহ দুঃসংবাদ আইসল্যন্ডে, জনসংখ্যার অর্ধেকই করোনায় আক্রান্ত

Paris
এপ্রিল ১২, ২০২০ ১০:২৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পৃথিবীর প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে করোনা। সময়ের সাথে সাথে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। আইসল্যান্ডের শতকরা ১০ ভাগ জনগণের করোনা পরীক্ষা করাতে গিয়ে দেখা যায় প্রতি একশ জনের অর্ধেকই আক্রান্ত। ছোট্ট এ দেশটির ৩৬ হাজার ৪১৩ মানুষের করোনা টেস্ট করা হয়েছে। এতে অর্ধেক মানুষের করোনা পজেটিভ এসেছে, যা গাণিতিক হিসেবে ভয়ঙ্কর। কারণ এই দশ ভাগ জনগণকে বাছাই করা হয়েছে দৈবচয়ন ভিত্তিত্তে, অর্থাৎ র‍্যান্ডমলি। এতেই দেখা যায় প্রতি দুই জনে এক জনের করোনা পজিটিভ আসছে। তবে এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৭।

দ্বীপ রাষ্ট্র আইসল্যান্ডে ১ হাজার ৬শ জনের করোনা পজেটিভ রোগী ধরা পড়েছে। এর মধ্যে অর্ধেক মানুষের শরীরে কোন ধরণের লক্ষণ ছিল না। তবে করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা হিসেব করলে দেশটিতে করোনা সংক্রমণের হার দাঁড়ায় ০.০০৪ যা অন্যান্য অনেক দেশের চেয়ে কম।

তবে করোনার এই তাণ্ডবের মধ্যেও স্বাভাবিক জীবন যাপন করছে আইসল্যান্ডের মানুষ। খোলা আছে ব্যবসায় প্রতিষ্ঠান ও অন্যান্য দোকান। তবে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে সেই সাথে ২০ জনের বেশি এক জায়গায় জমায়েত হওয়ার প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক