ভোলাহাটে মাদক ব্যবসা ছেড়ে ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ

ভোলাহাট প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে এক ব্যক্তি থানায় আত্মসমর্পণ করেছেন। ওই ব্যাক্তি ভোলাহাট উপজেলার বজরাটেক(স্কুলপাড়া) এলকার মৃতঃ আলাউদ্দীনের ছেলে নুর আলম। মাদক মুক্ত অভিযানে পুলিশের ফাঁদে আঁটকা পড়ায় সোমবার বেলা ১১টার দিকে উপজেলার স্বাভাবিক জীবনে ফিরতে থানায় হাজির হয়।

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার কারণ জানতে চাইলে তিনি বলেন, মাদকের ছোবলে যুব সমাজ ধংস, বেশ কিছু পরিবারে জ্বলছে আগুন এবং তিনি নিজেও অশান্তিতে থাকেন। এছাড়া অনেক দিন পূর্বে মাদক ব্যবসা ছেড়ে দিলেও সমাজের মানুষ তাকে ঘৃণা করেন মাদক ব্যবসায়ী হিসেবে। সমাজের নিন্ম শ্রেণির মানুষ হিসেবে বেঁচে থাকতে হয়। ফলে এ জঘন্য ব্যবসা ছেড়ে বৈধ্য কৃষি কাজসহ অন্যান্য কাজ করে পরিবার নিয়ে বেঁচে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ভোলাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কবিরের উদ্যোগে থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করার সুযোগ পেয়েছি। তিনি ভোলাহাট উপজেলার অন্যান্য মাদক ব্যবসায়ীদের মরণ নেশার ব্যবসা ছেড়ে সমাজকে বাঁচাতে এগিয়ে আসার আহবান জানান।

এদিকে ওসি ফাসির উদ্দীন জানান, নুর আলম মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়। তার মত আরো কোন মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে আত্মসমর্পণ করতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। তবে আত্মসমর্পণ করার পর আবারও যদি মাদকের ব্যবসার সাথে জড়িয়ে পড়েন এমন প্রমাণ পাওয়া যায় তবে আইনগত কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ার করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলাহাট থানায় অন্যান্য মধ্যে এসআই মহিদুলসহ অন্য পুলিশ অফিসার অফিসার, উপজেলায় দায়িত্বরত সাংবাদিক, সূধীসহ অন্যরা।
স/শ