ভুয়া খবর ঠেকাতে ফেইসবুকের নতুন টুল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভুয়া খবর নিয়ে একটু বিপাকেই ছিল ফেইসবুক। বিশেষ করে মার্কিন নির্বাচনের সময় ফেইসবুকের বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অনেক অভিযোগও আলোচিত ছিল। ভুয়া খবর ঠেকাতে এমনিতেই কাজ করছিল ফেইসবুক, ওমন অভিযোগের পর তাতে গতি দেয় প্রতিষ্ঠানটি।

ভুয়া খবর সনাক্ত করতে ‘ডিসপিউটেড (disputed)’ নামে এক টুল চালু করা হয়েছে। যদি কোনো খবর ভুয়া হয় তাহলে তা ডিসপিউটেড ট্যাগ যুক্ত করে দিবে ফেইসবুক। যা থেকে বোঝা যাবে খবরটি ভুয়া। খবরের সত্যতা নিশ্চিত করতে ফ্যাক্টচেক ডটঅর্গ, স্নুপস ও এবিসি নিউজের মত সংস্থার সাহায্য নেবে ফেইসবুক।

 

ফেইসবুকের বলেছে, ব্যবহারকারীরা যেন সঠিক তথ্য পায় সে জন্য সব সময় চেষ্টা করা হয়। এটি নতুন পদক্ষেপ। এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে দ্রুতই এটি সকল ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

গত বছরের শেষে কোনো খবর ভুয়া মনে হলে ‘ইটস এ ফেইক নিউজ স্টোরি’  অপশনে ক্লিক করে ফেইসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করার অপশন সংযুক্ত করা হয়েছিল। তবে সম্পূর্ণভাবে ভুয়া খবর প্রতিরোধ করা যাচ্ছিলো না। তাই নতুন এই টুলটি উন্মুক্ত করলো ফেইসবুক।

সূত্র : টেকশহর