ভুলে শরণার্থী হিসাবে আবেদন চীনা পর্যটকের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একটি চুরির অভিযোগ জানাতে চেয়েছিলেন ইউরোপে বেড়াতে আসা চীনের একজন পর্যটক, কিন্তু ভুলে তিনি জার্মানির একটি কেন্দ্রে শরণার্থী হিসাবে আবেদন করেন।

এরপর প্রায় দুই সপ্তাহ তিনি একটি জার্মান শরণার্থী হোস্টেলে থাকতে হয়। কারণ কেউ তার কথা বুঝতে পারছিল না।

চীনের উত্তরাঞ্চলে থেকে আসা ওই পর্যটক ইউরোপ ঘুরতে বেরিয়েছেন। জার্মানির পর তার ইটালি এবং ফ্রান্সে যাওয়ার কথা রয়েছে।

তবে চীনা ওই পর্যটক জার্মান বলতে পারেন না, ইংরেজিও পারেন না। ফলে তিনি কি বলছেন, তা বুঝতে পারছিল না জার্মান কর্মকর্তারা।

তার ওয়ালেটটি হারিয়ে যাওয়ায় তিনি আসলে একটি পুলিশ অভিযোগ করতে চাইছিলেন। কিন্তু তার বদলে তিনি শরণার্থী হিসাবে নাম লেখান।

এরপর তাকে অভিবাসীদের একটি দলের সঙ্গে ডোয়েলমেন শহরের অভিবাসী হোস্টেলে নিয়ে আসা হয়।

জার্মান গণমাধ্যম বলছে, ৩১ বছর বয়সী ওই পর্যটকের শারীরিক পরীক্ষা করা হয় এবং তার আঙ্গুলের ছাপও নেয়া হয়। যখন তার পাসপোর্ট ও ভিসা নিয়ে নেয় কর্তৃপক্ষ, তখনো তিনি আপত্তি করেননি।

শরণার্থীদের একটি হোস্টেলে তাকে থাকতে দেয়া হয়, খাবার এবং হাতখরচও দেয়া হয়। সেখানে প্রায় দুই সপ্তাহ তিনি থাকেন।

হোস্টেলের একজন কর্মকর্তা বলছেন, অন্য শরণার্থীদের তুলনায় তাকে অন্য রকমের মনে হতো। তাকে বেশ অসহায় লাগতো।

তবে সব সমস্যার সমাধান হয়, যখন শরণার্থী হোস্টেলের কাছেই একজন অনুবাদককে পাওয়া যায়। তিনি কর্মকর্তাদের কাছে তুলে ধরেন, যে তিনি আসলে শরণার্থী নন, বরং ইউরোপে বেড়াতে এসেছেন। পরে স্টুর্টগার্টে তার ওয়ালেটটিও পাওয়া যায়।

এরপর তার শরণার্থী আবেদনটি স্থগিত করা হয়। এখন তিনি আবার তার ইউরোপ সফর শুরু করছেন।

 

সূত্র: বিবিসি বাংলা