ভিন্ন নামে জঙ্গিদের আবির্ভাব হতে পারে’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ‘যেকোনো সময় ভিন্ন নামে জঙ্গিদের আবির্ভাব হতে পারে। তবে তারা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর।’

 

বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে ‘জঙ্গিবাদ রোধে করণীয়’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মনিরুল ইসলাম আরো বলেন, ‘জঙ্গিরা এখনো তাদের দলে লোক ভেড়ানোর কার্যক্রম অব্যাহত রেখেছে। নব্য জেএমবির নেতা তামিম চৌধুরী নিহত হলেও তার সেকেন্ড ইন কমান্ড মারজান ও চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক এখনো পলাতক।

তারাই জঙ্গিনেতা বনে গেছে। তারা কোথায় আছে, তাদের কীভাবে আইনের আওয়া আনা যায়, সে ব্যাপারে কাজ করছেন গোয়েন্দারা।’

 

 

সূত্র : রাইজিংবিডি