দুর্গাপুরে সার্বিক ওয়াস পরিস্থিতি বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

দুর্গাপুর প্রতিনিধি:
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) দুর্গাপুর শাখার আয়োজনে ও ওয়াটার এইডএর সহযোগিতায় বুধবার দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে সার্বিক ওয়াস পরিস্থিতি বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

কর্মশায় ভার্ক দুর্গাপুর শাখার ডকুমেন্টটেশন অফিসার হুমায়ান কবির খানএর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ভার্ক আঞ্চলিক স্বমনয়করি কর্মকর্তা তপর কুমার শাহ।

 

 

এসময় ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের দরিদ্র জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা এবং স্বাস্থ্য অভ্যাস চর্চার উন্নয়নসহ নানাবিধ নিয়ে ভিডিও চিত্র উপস্থিাপন করেন ভার্ক দুর্গাপুর শাখার প্রকল্প ব্যবস্থাপক আহমেদ ওমর ফারুক।

 

উক্ত  কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর ইউপি চেয়ারম্যান সমসের আলী, ঝালুকা ইউপি চেয়ারম্যান মোজাহার আলী,দেলূয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম,মাড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান ফারুক ইমাম সুমন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এটিএম তোজাম্মেল হক,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আইনুননাহার,প্রাথমিক শিক্ষা কর্মকর্থা গোফরান হালিম,সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন,দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়রে প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র প্রমুখ।

স/অ