ভিডিও, অডিও থেকে নয়েজ দূর করা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভিডিও করার সময় ভয়েসের সঙ্গে কিছু অনাকাঙ্খিত শব্দ ঢুকে যায়। নয়েজ হিসেবে পরিচিত এসব শব্দের কারণে ভিডিওটির মান খারাপ হয়ে যায়। সনি ভেগাস প্রো সফটওয়্যারের সাহায্যে সহজেই এসব নয়েজ দূর করা যায়।

ভিডিও ও অডিও থেকে কিভাবে নয়েজ দূর করে আরও উপভোগ্য করা যায় তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।

 

sony-video-edit-techshohor (1)

প্রথমে এ ঠিকানা  থেকে অডাসিটি সফঠওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে। অন্য যে কোনো সাধারণ সফটওয়্যারের মতই এটি ইন্সটল করা যাবে।

এরপর যে অডিও বা ভিডিও ফাইল থেকে নয়েজ দূর করতে হবে সেটি সনি ভেগাস প্রোয়ের টাইম লাইনে সংযুক্ত করতে হবে।

তারপর অডিও ও ভিডিও ফাইলটি নির্বাচিত করে ‘options’-এ ক্লিক করে ‘preferences’-এ যেতে হবে।

সেখান থেকে ‘audio’ ট্যাবে গিয়ে ‘preferred audio editor’-এ গিয়ে ব্রাউজ করে অডসিটি সফটওয়্যারটি নির্বাচিন করে ওকে বাটনে ক্লিক করতে হবে।

sony-video-edit-techshohor (3)

তারপর টাইম লাইনে গিয়ে নিবার্চিত অডিওটির রাইট বাটনে ক্লিক করে ‘open copy in audio editor’ এ ক্লিক করতে হবে।

তাহলে ভিডিওটি অডিও ফাইলটি অডাসিটি দিয়ে চালু হবে।

sony-video-edit-techshohor (4)

এরপর অডাসিটি থেকে সম্পূর্ণ অডিওটি নির্বাচিত করে ‘effects’-এ ক্লিক করতে হবে।সেখান থেকে ‘noise reduction’-এ ক্লিক করতে হবে।

তারপর নতুন একটি পেইজ চালু হবে সেখানে ওকে ক্লিক করতে হবে। কিছু সময় লাগবেোো কাজটি সম্পূর্ণ হতে।

এরপর অডিও প্লে করলেই দেখা যাবে পূর্বের তুলনায় কিছুটা হলেও নয়েজ কমেছে। তারপর সেটি সেইভ করতে হবে ফাইল অপশন থেকে।

এ প্রক্রিয়ায় তুলনামূলকভাবে নয়েজ কমে হবে।

সুত্র : টেকশহর