ভাড়া গাড়ি চালকদের লাইসেন্স তদারকি ইবি ছাত্রলীগের

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়ায় চালিত বাস চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস তদারকি করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার বেলা ৪ টায় সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়া-ঝিনাইদহগামী বাসে এ তদারকি করেন তারা।

এসময় ছাত্রলীগ নেতা জুবায়ের রহমান, রেজওয়ানুল ইসলাম, আব্দুল মান্নান মেসবাহসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় একটি পরিবহন নির্ভর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেকের বেশি শিক্ষার্থীই পরিবহন নির্ভরশীল। এক্ষেত্রে একজন গাড়ি চালকের উপরে অনেক শিক্ষার্থীর জীবন নির্ভর করে। চালকদের হাতে আমাদের শিক্ষার্থীরা কতটুকু নিরাপদ তা দেখতেই ছাত্রলীগ আজকে এ উদ্দ্যোগ হাতে নিয়েছে।

তিনি আরো বলেন, আমরা চালকদের লাইসেন্সের সাথে গাড়িগুলোর ফিটনেস ঠিক আছে কিনা তাও দেখেছি। অতি দ্রুত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লাইসেন্স বিহীন গাড়ি চালকদের একটি তালিকা দিতে চাই। যা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারবে।

স/শা