রাকসু নির্বাচন: বৃহস্পতিবার থেকে হলগুলোতে সংলাপ শুরু

নিজস্ব প্রতিবেদক, রাবি:  রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত ও প্রত্যাশা জানতে আবাসিক হলগুলোর সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে সংলাপ কমিটি। আগামী বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শহীদ ড. শামসুজ্জোহা হলের মিলনায়তনে এই হলের শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসা হবে।

আজ সোমবার রাকসু সংলাপ কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনার পর সাংবাদিকদের এ তথ্য জানান।

সংলাপ কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান সোমবার বিকেলে বলেন, রাকসু নির্বাচন বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত জানা জরুরি। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে হলগুলোর আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছি।

প্রক্টর বলেন, প্রথমে জোহা হল এবং পরে ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোর সঙ্গেও সংলাপ হবে।

রাকসু নির্বাচন আয়োজনের জন্য চলতি বছরের জানুয়ারিতে প্রক্টরকে আহ্বায়ক করে চার সদস্যের একটি সংলাপ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটি ইতোমধ্যেই ক্যাম্পাসের রাজনৈতিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও হল প্রাধ্যক্ষদের সঙ্গে সংলাপ শেষ করেছে।

স/শা