ভাষাসৈনিক মনোয়ারা রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীতে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী অঞ্চলের শিক্ষাবিস্তারের অগ্রদূত জননেতা মাদার বখ্শ্ এর কন্যা এবং রাজশাহী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা জননেতা আতাউর রহমানের সহধর্মিণী নারীমুক্তির পথিকৃত মানবতাবাদী সমাজসেবী আজীবন আত্মত্যাগী ভাষাসৈনিক মনোয়ারা রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী আগামিকাল রোববার।

দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেল সাড়ে ৪টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা। এছাড়া বাদ আসর সাহেববাজার বড় মসজিদে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার বিকেল থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ভাষাসৈনিক মনোয়ারা রহমানের কর্মময় জীবনের তথ্য সম্মলিত লিফলেট বিতরণ এবং মাইকে প্রচারণা চালানো হয়।

এসব কর্মসূচিতে অংশ নেন- রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক জননেতা আতাউর রহমানের সন্তান সাইদুর রহমান, যুগ্ম-সম্পাদক আসলাম-উদ-দৌলা, সিনিয়র সাংবাদিক সুব্রত দাস, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সদস্য ইকবাল হাসান টাইগার, মোহাম্মদ হানিফ প্রমুখ।
স/শ