ভাল ফলাফল করায় রাবির বাংলা বিভাগের ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম সাতজন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সাংস্কৃতিক সংগঠন রামধনু। গত ৩৫ বছরের মধ্যে বি.এ. তে (অনার্স) সর্বোচ্চ ভাল ফলাফল করায় বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন অক্ট্রার মোড় এলাকায় সংগঠনটির কার্যালয়ে তাদেরকে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রধান বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমাইয়া খানম কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পর্ষদের সদস্য প্রকৌশলী শফিউল ইসলাম, কণ্ঠশিল্পী কোহিনুর খানম প্রমুখ।

উল্লেখ্য, সাংস্কৃতিক চর্চার লক্ষ্যে রামধনু সংগঠনটির যাত্রা শুরু হয় ২০১৩ সালের ২রা অক্টোবর।

স/অ