‘ভালোবাসা নিরবধি’র কবি মেহেদী হাসান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘ভালোবাসা নিরবধি’

আমার সাথে হাটতে যাবে?

ঐ মায়াবী নীলিমায়।

খুব সকালে বের হবো দুজনে,

সকলে পরে রবে ব্যাস্ত এ ভূবনে।

আমার বাম হাতটা রাখবো তোমার ডান হাতে।

শক্ত করে ধরবো আবারও।

তোমাকে পাশে রেখে মরতে পারি যাতে।

তোমাকে ভালোবাসবো আরও।

সকলের ব্যাস্ততার ফাকে,

সাড়া দিবো তোমার আদরের ডাকে।

সকলের ব্যাস্ততা ফুরানোর আগেই ফিরে আসবো দুজনে।

আমরাও ব্যাস্ততায় ডুবে যাবো দুজনে।

ব্যাস্ত রবো হুকুম পালনে বিধাতার।

তোমাকে ভালোবাসবো একালে।

মরনের পরে ওকালে।

স্বর্গ জগত লাভ করে,

বিধাতার সাথে দিদার করে

এটাই আমার শ্রেষ্ঠ চাওয়া।

বিধাতার পায়ে ধরে

তোমাকে নিয়ে যাবে স্বর্গ সমতলে।

তোমাকে ভালোবাসবো একালে।

মরনের পরে ওকালে।

লেখক: মেহেদী হাসান রাজশাহী কলেজের ইংরেজি দ্বিতীয় বর্ষে পড়ছেন।