সৌদিতে অভ্যুত্থানের ভয়ে সেনাবাহিনী তলব

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সৌদি আরবে হঠাৎ করে সামরিক অভ্যুত্থানের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভ্যুত্থান মোকাবেলায় দেশটির পূর্ব ও পশ্চিম এলাকা থেকে সেনা তলব করে রাজধানী রিয়াদে নিয়েছেন যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। খবর রয়টার্সের।

আল-খালিজে বলা হয়েছে, সৌদি যুবরাজ বর্তমানে জি-২০ সম্মেলনে আর্জেন্টিনায় রয়েছে। তিনি যখন আর্জেন্টিনা যান তখন দেশের পূর্ব ও পশ্চিম এলাকা থেকে সেনাবাহিনীকে রাজধানী রিয়াদের দিকে মার্চ করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, তুরস্কের রাজনাধীন ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনা থেকেই সৌদি রাজপরিবারে অস্থিরতা চলছে। বিশ্বব্যাপী জনমত বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। দেশের অভ্যন্তরেও যুবরাজের বিরুদ্ধে ব্যাপক জনমত গঠিত হয়েছে।