ভারত তৈরি করছে স্বচালিত ট্রাক্টর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতীয় কোম্পানি এসকোর্টস তৈরি করতে যাচ্ছে স্বচালিত ট্রাক্টর। এ ব্যাপারে তাদের কারিগরি সহায়তা করবে সফট জায়ান্ট মাইক্রোসফট এবং রিলায়েন্স-জিও।

ট্রাক্টরটি তৈরির উদ্দেশ্য দেশটির কৃষকদের যেন কাজে লাগে তাই। ভারতে কৃষকদের অন্যতম বাহন ট্রাক্টর।

স্বচালিত ট্রাক্টরটি নিজ থেকে শুধু চলতেই পারবে না, বরং মাটির অবস্থা পরীক্ষা করা সেচের প্রয়োজন আছে কি না তা জানাতেও পারবে। অন্যদিকে ট্রাক্টরটি সম্পর্কে তথ্য কৃষকরা পাবেন স্মার্টফোন থেকে। প্রয়োজনে তা স্মার্টফোনের মাধ্যমে চালানোও যাবে।

স্বচালিত ট্রাক্টরটির বুদ্ধিমত্তা আসবে মাইক্রোসফট আজুর ক্লাউড থেকে। আর তার সঙ্গে সংযোগের দায়িত্বে থাকবে রিলায়েন্স-জিও। বাকি যন্ত্রাংশের জন্য সহায়তা করবে বশ, ট্রিম্বল ও ওয়েবকোরের মত প্রতিষ্ঠান।

শুধু ট্রাক্টরেই এ প্রজেক্ট সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে অন্যান্য কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রের মধ্যে নেটওয়ার্ক তৈরি করে একটি কৃষি-ইন্টারনেট তৈরির পরিকল্পনাও আছে কোম্পানিগুলোর।

যেহেতু ট্রাক্টরটি সবার নাগালের মধ্যে থাকবে না, তাই সেটি ভাড়া দেয়ার একটি ব্যবস্থা সরাসরি এসকোর্টস-ই করবে। তার নাম দেয়া হবে ‘ট্রাক্সি’। এতে করে আরও বেশী সংখ্যক কৃষকরা উপকৃত হবেন বলে আশা করছে তারা।

তবে খুব দ্রুতই সেটি বাজারে আসছে না। অন্তত আরও দুই বছর গবেষণা করতে হবে বলে ধারণা করছে এসকোর্টস।