দুবাইয়ে দলের সঙ্গে সাকিব

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। যার পেছনে ধাওয়া করছিল ইনজুরি বিতর্ক। তিনি কতটুকু ফিট সেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হলেও বিসিবির পক্ষ থেকে বারবার বলা হয়েছে, সাকিব এশিয়া কাপ খেলতে পারবেন। নেটে তাঁর ব্যাটিং অনুশীলনে কোনো অস্বস্তির ছাপও পাওয়া যায়নি। দুবাই ও আবুধাবির তীব্র গরমে খেলার অভিজ্ঞতা আছে সাকিবের।

সাকিব আল হাসান বলেন, ‘আমরা এক একটা ম্যাচ ধরে এগোতে চাই। শিরোপা তো জিততে চাই। সে কারণেই আমরা সবাই এখানে। কিন্তু ট্রফি জিততে গেলে কিছু নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সে জন্য গুরুত্বপূর্ণ হলো ট্রফির চেয়ে প্রক্রিয়ার ওপর নজর বেশি দেওয়া।’

বাংলাদেশ দল পাঁচ  সিনিয়র ক্রিকেটারের পারফরম্যান্সের ওপর নির্ভরশীল। মুস্তাফিজের পেস ও মেহেদী মিরাজের স্পিন ছাড়া গত মৌসুমে জাতীয় দলের হয়ে তরুণরা খুব কম সময় মেলে ধরতে পেরেছেন। এশিয়া কাপের মতো বড় আসরে খেলার চাপ প্রতিটি দলের জন্যই কতটা কঠিন হতে পারে, সেটা জানিয়েছেন সাকিব।

সাকিব বলেন, ‘সম্প্রতি আমরা আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছি। আমরা তাদের খেলার ধরন সম্পর্কে ভালোই জানি। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তারা ভয়ঙ্কর দল। আর হংকং সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। যেটা মোটেও সহজ কাজ নয়।  আসরটা মোটেও সহজ কিছু হবে না কারো জন্য। নিজেদের প্রতিভা দেখানোর বড় সুযোগও বটে।’

সাকিব আশাবাদী দেশের ক্রিকেটারদের সমর্থন দিতে প্রবাসী বাংলাদেশিরা মাঠে বড় সংখ্যায় যোগ দেবেন। সমর্থন দেবেন।

আগামী ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বর্তমান আসর।