ভারতে ‘বন্দুকযুদ্ধে’ ৪ মাওবাদী নিহত

ভারতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ মাওবাদী বিদ্রোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশের এক এসআই মারা গেছে।

শুক্রবার গভীর রাতে ছত্তিশগঢ়ের রাজনন্দনগাঁওয়ে এ বন্দুকযুদ্ধ হয়।

সংবাদসংস্থা এএনআইয়ের সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে এই সময়।

খবরে বলা হয়, ছত্তিশগঢ়ের রাজনন্দনগাঁও জেলার পারধোনি গ্রামের কাছে পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই হয়। এতে ৪ মাওবাদী নিহত হয়েছে। এ ঘটনায় মৃত্যু হয়েছে পুলিশের এক সাব-ইন্সপেক্টরেরও।

ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি এসএলআর এবং দুটি .৩১৫ বোর রাইফেল উদ্ধার করা হয়েছে।

রাজনন্দনগাঁওয়ের এএসপি জিএন বাঘেল জানান, ঘটনাস্থলে আরও কোনো মাওবাদী আত্মগোপন করে রয়েছে কিনা তা জানতে গোটা এলাকায় চিরুনি তল্লাশি করা হচ্ছে।

প্রসঙ্গত ছত্তিশগঢ়ের রাজনন্দনগাঁও জেলার এই এলাকাতেই ২০০৯ সালে ১২ জুলাই পুলিশের সঙ্গে মাওবাদীর ব্যাপক সংঘর্ষ হয়। সেই সময় তত্‍কালীন পুলিশ সুপার ভিকে চৌবেসহ ২৯ জন পুলিশ সদস্য নিহত হয়।

 

সুত্রঃ যুগান্তর