ভারতে তিনজন বিদেশি রোগীর একজন বাংলাদেশি

সিল্কসিটিনিউজ ডেস্ক:ভারতের চিকিৎসা নিতে সবচেয়ে বেশি মানুষ বাংলাদেশ থেকে যায়। দেশটির স্বাস্থ্য সেবা বিশেষজ্ঞরা জানান, ২০১৫-১৬ সালে দেশটিতে চিকিৎসা নিয়েছে ৪ লাখ ৬০ হাজার বিদেশি যার মধ্যে ১ লাখ ৬৫ হাজারই ছিলো বাংলাদেশ থেকে।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড এর এক প্রতিবেদনে বলা হয়, এসময় বাংলাদেশ থেকে ৫৮ হাজার মেডিকেল ভিসা দেওয়া হয়েছে। এবং প্রায় ৩৪ কোটি টাকার চিকিৎনা সেবা নিয়েছেন তারা। দেশটির ডিরোক্টোরেট জেনারেল অফ কমার্শিয়াল ইন্টিলিজেন্স এন্ড স্ট্যাটিসটিকস্ এর বরাতে একথা জানায় তারা।

২০১৬ সালে ভারতে সবচেয়ে বেশি বিদেশি ছিল বাংলাদেশ থেকে। আগে এই সংখ্যা যুক্তরাষ্ট্র থেকে বেশি ছিল। ঢাকা-কলকাতা ও খুলনা-কলকাতা বাস ও ট্রেন চালু হওয়ার পর থেকে ভারতে বাংলাদেশি পর্যটক সংখ্যা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। ২০১৬-১৭ অর্থবছরে ৮৯০ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। বাংলাদেশের পর সবচেয়ে বেশি মেডিকেল ভিসা পেয়েছে আফগান নাগরিকরা (২৯,৪০০) এরপর ইরাক(৯১৩৯) ও নাইজেরিয়া (৫৯৯৪)।

সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে পাকিস্তানিরা। তাদের প্রত্যেক রোগীর খরচ হয়েছে প্রায় ২ হাজার ৯০৬ ডলার।

প্রতিবেদনে আরও জানা যায়, অর্থপেডিক, কার্ডিওলোজি ও নিউরোলোজির জন্যই বেশিরভাগ রোগী ভারতে যান। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বারবারই এই চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করার কথা জানিয়ে আসছে। ২০১৫ সালে ভারতের এই চিকিৎসাসেবা থেকে আয় হয়েছে ৫২ বিলিয়ন ডলার। আর ২০১৬ সালে এসে তা হয়েছে ১৫৫ বিলিয়ন ডলার।

সূত্র: বাংলা ট্রিবিউন