ফুড ফটোগ্রাফিতে সেরা বাংলাদেশের আলোকচিত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ছবি যে শুধু প্রকৃতি আর মানুষের হয়, তা কিন্তু নয়; খাবারেরও হয়। আর খাবারের ছবির এমনই এক ভিন্নধর্মী প্রতিযোগিতা হয়েছিল যুক্তরাজ্যে। মঙ্গলবার রাতে লন্ডনের মল গ্যালারিতে পিঙ্ক লেডি ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার-২০১৭-এর পুরস্কার ঘোষণা করা হয়। আর তাতে প্রায় আট হাজার ৩৯৯টি ছবিকে পেছনে ফেলে পাঁচ হাজার পাউন্ড সমমূল্যের পুরস্কার জিতে নিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রশিল্পী শোয়েব ফারুকী।

 

জীবনধারা ও বিনোদনবিষয়ক ওয়েবসাইট কালচার ট্রিপ জানায়, পুরস্কার জিতে মঞ্চে অভিব্যক্তি প্রকাশ করেন শোয়েব ফারুকী। তিনি বলেন, ‘আমি ২০১৭ সালে সেরার পুরস্কার জিতে খুশি। আমি সব সময় চেষ্টা করেছি এমন ছবি তুলতে, যা আমাদের বিশ্বকে একটি নতুন বার্তা দেবে। ছবিতে আপনারা দেখবেন, একজন ব্রাহ্মণ ভক্তদের জন্য প্রসাদ রান্না করছেন। কিন্তু রান্না করার মধ্যে তাঁর ভক্তি দেখে মনে হবে তিনি যেন ঈশ্বরের জন্যই রান্না করছেন।’

 

ফারুকী আরো বলেন, ‘উপাসনার এই আচার-অনুষ্ঠান শুরু হয় বিকেলে এবং টানা দুই ঘণ্টা এটি চলে। এর আগে ভক্তরা ২৪ ঘণ্টা উপবাস রাখেন এবং এই উপাসনার পর প্রসাদ দিয়ে তাঁদের উপবাস ভাঙেন। মূলত এটি বাবা লোকনাথের নামে ঘিয়ের প্রদীপ জ্বালানোর উৎসব। প্রদীপ জ্বালানোর পাশাপাশি মনের ভালো ইচ্ছাগুলো পূরণের আশায় তাঁরা আধ্যাত্মিকতা ও একাগ্রতার সঙ্গে উপাসনা করেন।’

 

শোয়েব ফারুকীর জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। ২০ বছর বয়সে সম্পূর্ণ শখের বশে ক্যামেরা হাতে তুলে নেন ফারুকী। ক্যামেরা চালানোর হাতেখড়িটা নিজে থেকেই শেখা। ১৯৯০ সালের দিকে ফটোগ্রাফিতে পুরোপুরি মনোনিবেশ করেন তিনি।

সূত্র: এনটিভি