ভারতে টানা ২ দিন স্বর্ণের বাজারে দরপতন

ভারতীয় অর্থনীতি এক্সপার্টদের মত যে, ভ্যাকসিন দেওয়া শুরু হলে ধীরে ধীরে অর্থনীতি চাঙ্গা হবে ভারতের। এরই মধ্যে স্বর্ণের দাম পড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার এ নিয়ে ভারতীয় বাজারে টানা দুই দিন স্বর্ণের বাজারে দরপতন দেখা গেল।

দেশটির মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে শুক্রবার প্রতি ১০ গ্রামে ৪৯,১২২ রুপি থেকে ০.২ শতাংশ কমেছে। শেষ পর্যন্ত ৪৮,৭৫৭ রুপিতে এসে স্থির হল। যেখানে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম উঠতি সেখানে দাম কমের দিকে। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে মহামারি মোকাবিলায় দেওয়া ত্রাণ তহবিল মুদ্রাস্ফীতি কিছুটা আটকানোর ফলেই এই ঘটনা।

দেখে নেওয়া যাক ২২ ক্যারাট স্বর্ণের দাম ভারতের কোন শহরে কত:
দিল্লি— ৪৮,৩৫০ রুপি
চেন্নাই— ৪৬,৫৯০ রুপি
মুম্বই— ৪৮,৪২০ রুপি
কলকাতা— ৪৮,৪১০ রুপি
বেঙ্গালুরু— ৪৫,৭৪০ রুপি
হায়দরাবাদ— ৪৫,৭৪০ রুপি
কেরল— ৪৫,৭৪০ রুপি
পুনে— ৪৮,৪২০ রুপি
ভদোদরা— ৪৮,৫৯০ রুপি
আহমেদাবাদ— ৪৮,৫৯০ রুপি।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন