বুধবার , ২৭ জুলাই ২০২২ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ১৮ হাজার

Paris
জুলাই ২৭, ২০২২ ১২:১৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ভারতে দৈনিক সংক্রমণ সামান্য কমলেও গত ২৪ ঘণ্টায় ফের তা একলাফে বাড়ল ২৩ শতাংশ। তবে সাময়িক স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেস। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণলায়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩১৩ জন, যা গতকালের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি।

ভারতে মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজারেরও বেশি। সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লাখ ৪৫ হাজার ২৬ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.৩৩ শতাংশ।

এছাড়া ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৭ জন। দেশে এখন পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৬ হাজার ১৬৭ জন।

তবে এসবের মাঝে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরাই। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ৪ কোটি ৩২ লাখ ৬৭ হাজার ৫৭১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২০ হাজার ৭৪২ জন। সুস্থতার হার ৯৮.৪৭ শতাংশ।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক