ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১১

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ভারতের তামিলনাডুতে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩৬ জন আহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন। খবর-এনডিটিভির।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাজ্যের বিরুধুনগরে এ ঘটনা ঘটে। চেন্নাই থেকে ৫০০ কিলোমিটার দূরে এ কারখানাটির অবস্থান।

স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় কারখানাটিতে আতশবাজি তৈরির জন্য কিছু রাসায়নিক মিশ্রিত করা হচ্ছিল। বারুদসহ বিপুল পরিমাণ দাহ্য পদার্থ কারখানায় ছড়িয়ে ছিটিয়ে থাকায় সহজেই আগুন ছড়িয়ে পড়ে।

রাজ্যের মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী নিহতদের পরিবারকে তিন লাখ ও আহতদের এক লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

অপরদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে দুই লাখ ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

সূত্র : যুগান্তর