ভারতের গ্রামে আকাশ থেকে ‘মাছ বৃষ্টি’, ক্যামেরা ধরল সেই বিরল ঘটনা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অন্ধপ্রদেশের একটা বড় এলাকা জুড়ে এখনও চলছে ঘুর্নিঝড় পেতাইয়ের দাপট। শীতের আবহে চলছে টানা বৃষ্টি। এই বর্ষার বাজারেই এমন এক কাণ্ড ঘটেছে সেখানে, যা অতি বিরল ঘটনা। অন্ধ্রে অমলাপুরম অঞ্চলের বাসিন্দাদের তাজ্জব করে দিয়ে ঘটল ‘মাছ বৃষ্টি’। ঝাঁকে ঝাঁক মাছ বৃষ্টিধারার সঙ্গে মাটিতে আছড়ে পড়ছে— এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা যাচ্ছে, সোমবার, ১৭ ডিসেম্বর এই ‘মাছ বৃষ্টি’ ঘটেছে। আবহবিজ্ঞানীদের মতে, ‘ফিশ রেন’ বা ‘মাছ বৃষ্টি’ একটি অতি বিরল ঘটনা। কোনও কোনও সময়ে ঘুর্নিঝড় বা সাইক্লোনে এমনটা ঘটে থাকে বলে জানাচ্ছেন তাঁরা। কিন্তু সর্বদা এমনটা ঘটে না।

২০১৬ সালে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে এমন মাছ-বর্ষণ ঘটেছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল সেই ঘটনার ছবি। তেমনটাই এবারে ঘটেছে অন্ধ্রের পেতাই-পীড়িত অঞ্চলে। এই ঘটনার ভিডিও নিয়েও সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল হই চই।   এবেলা