মঙ্গলবার , ৪ জুন ২০১৯ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভারতীয় দলের সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের!

Paris
জুন ৪, ২০১৯ ৫:১৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দীপক চাহার আর আবেশ খান। বিশ্বকাপগামী ভারতীয় দলে জায়গা হয়নি এই দুই পেস বোলারের। কিন্তু দলের সঙ্গে ইংল্যান্ড গেছেন তাঁরা। নেট বোলার হিসেবে। প্রতিশ্রুতিশীল এই দুই ক্রিকেটারের কাজ নেটে বোলিং করে কোহলি-রোহিতদের ব্যাটিং প্রস্তুতিতে সহায়তা করা। কিন্তু গতকাল ভারতীয় দলের সংবাদ সম্মেলনে এই দুজনকেই পাঠিয়ে সমালোচনার জন্ম দিয়েছে ভারতীয় দল। সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দলের কেউ না থাকায় ক্ষুব্ধ হয়ে তা বর্জন করেন সাংবাদিকেরা।

সাংবাদিকদের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের বৈরিতার ইতিহাস আজকের নতুন নয়। অধিনায়ক বিরাট কোহলি ছাড়া কখনোই সংবাদ সম্মেলনে যাওয়ার ব্যাপারে বিশেষ আগ্রহ দেখান না ভারতীয় তারকারা। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর ভারতীয় দলের খেলোয়াড়েরা আছেন ছুটিতে। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথাও বলেননি কেউ। এর মধ্যে অনুশীলন হয়েছে চার সেশন, সাংবাদিকদের এড়িয়েই গেছেন ক্রিকেটাররা। কিন্তু কাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও বিশ্বকাপ দলের কাউকে না পাঠানোকে গণমাধ্যমকে অবহেলা করা হিসেবেই দেখছে সংবাদকর্মীরা।

সংবাদ সম্মেলনে দুই নেট বোলারকে দেখেই ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকেরা। যুক্তি ছিল, যাঁরা বিশ্বকাপ দলেই নেই, তাঁরা কীভাবে বিশ্বকাপ নিয়ে কথা বলবেন? সে কারণেই দীপক আর আবেশকে কোনো প্রশ্ন না করেই সম্মেলন কক্ষ ত্যাগ করেন সবাই।

তবে এ ব্যাপারে ভারতীয় টিম ম্যানেজমেন্টেরও ব্যাখ্যা আছে। তাদের বক্তব্য পরিষ্কার, ‘বিশ্বকাপই যেখানে শুরু হয়নি ভারতের, তাই বিশ্বকাপ নিয়ে কথা বলার কিছু নেই।’

দীপক আর আবেশ গত আইপিএলে বেশ ভালো করেছেন। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বেশ আস্থাবান পেসার এই দীপক। ২২ উইকেট নিয়ে দলকে ফাইনালে তুলতে সাহায্য করেছেন। এদিকে আবেশ খেলেন দিল্লি ক্যাপিটালসে।

সর্বশেষ - খেলা