ভাইরাল গেম ওয়ার্ডলকে কিনল নিউ ইয়র্ক টাইমস

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল গেম ‘ওয়ার্ডল’কে কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রের দৈনিক নিউ ইয়র্ক টাইমস। এর জন্য ঠিক কত ব্যয় করছে পত্রিকা কর্তৃপক্ষ এ সম্পর্কে অবশ্য কিছুই জানায়নি। তবে বলা হচ্ছে সাত অঙ্কেই গেমটি কেনা হয়েছে। বিনা মূল্যে এবং সহজে খেলার গেমটি তৈরি করেছেন সফটওয়্যার প্রকৌশলী জোশ ওয়ার্ডল।

অক্টোবরে মুক্তি পাওয়া গেমটির এখন লক্ষ লক্ষ খেলোয়াড়।

ওয়ার্ডল জানিয়েছেন, গেমটির সাফল্য সত্যিই অবিশ্বাস্য। নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে গেমটির বিক্রির চুক্তিটি করতে পেরে ‘অবিশ্বাস্যভাবে সন্তুষ্ট’ তিনি।

গেমটি কেনার পর সংবাদপত্রের প্রকাশক জানিয়েছেন, গেমটি প্রাথমিকভাবে খেলার জন্য বিনা মূল্যেই থাকবে। গেমটিতে খেলোয়াড়দের ছয়টি অনুমানে একটি পাঁচ অক্ষরের শব্দ খুঁজে বের করতে হয়। প্রতিদিন একটি করে নতুন ধাঁধা দেওয়া হয়।

 

সূত্রঃ কালের কণ্ঠ