ভয় পেয়ে এই সরকার দিশেহার হয়ে পড়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক:

সংবিধান কাটছাট করার পরেও সংবিধানে বিরোধী দল ও মতের ব্যক্তিদেও সভা সমাবেশ করার অধিকার রয়েছে। এটা গণতান্ত্রিক অধিকার। রাজশাহীতে নজিরবিহিন ঘটনা করেছে আইন শৃংখলাবাহিনী দিয়ে বিএনপি অফিসেও তালা মারা। এমনটা সাাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনেও হয়নি। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর দ্বারা অন্যায়ভাবে গ্রেফতার ও পুলিশি হয়রানীর প্রতিবাদে সংবান সম্মেলনে প্রধন অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই কথাগুলো
বলেন।

তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার বিএনপি’র আন্দোলনে ভয় পেয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে। শেখ হাসিনা ক্ষমতায় বসে বিরোধী দল দমনে যে অত্যাচার ও অনাচার গণতন্ত্র হত্যা ও বিরোধীদল শূণ্য করতে চাচ্ছে তার তার অবসান চায়। শেখ হাসিনার সরকারের শাসনের অবসান চায় জনগণ। তিনি বলেন, নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন হবে। এতে যে ভোট পাবে সে দল ক্ষমতায় বসবে। সাংবিধানিক অধিকার পালন করতে যেয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, রাসিক সাবেক ও সংসদ সদস্য মিজাুনর রহমান মিনু সহ অসংখ্য নেতাকর্মীরা নামে মামলা দেয়া হয়েছে। ইতোম্যধ প্রায় ৬৮০জনকে আটক করা হয়েছে। পাঁচ
হজারের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই সরকারের প্রতি মানুষের কোন বিশ্বাস নাই।

তিনি আরো বলেন, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সেখানে আন্দোলনে নামে সেখানেই পুলিশ ও অন্যান্য আইশৃংখলা বাহিনীর সদস্যা গুলি করে
পাখির মত মানুষ মারে। দেশের বিভিন্ন এলাকার অনেকে মারা গেছে এবং আহত হয়েছে। এই সরকারের আমলে আর কোন ভোট হয়। এই সরকারকে বিতারিত করতে
হবে উল্লে কওে তিনি বলেন, এই সরকারের শাসনের অবসান প্রয়োজন। না হলে দেশ বিপন্ন হয়ে পড়ছে। রাজশাহীতে অনেক সিনিয়র ও জুনিয়র নেতাদের নামে মামলা
হে ছে। এই ফরমায়েসী সকল মামলা তুলে নেয়ার আহ্বান জানান তিনি। অন্যান্য কথা বললেও বিএনপি জাতীয় নির্বাহী কমটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র
আহ্বায়ক আবু সাঈদ চাঁদ সম্পর্কে কোন মন্তব্য করেন তিনি। তবে বিএনপি জতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মাহনগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, আবু সাঈদ চাঁদ আটক হয়েছে। আদালত বিষয়টি দেখবে। তাদের কোন মন্তব্য নাই বলে সাফ জানিয়ে দেন বুলবুল।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা আরো বলেন, যখন চারবারের প্রধানমন্ত্রীকে পদ্মা সেতু থেকে পদ্মা নদীতে টুব করে ফেলে দেয়ার কথা বলে হুমকী দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নোবেল বিজয়ী ড. ইউনুসকে নদীতে ফেলে চোবাতে চেয়েছিলেন। জাতীয় সংসদে দাঁড়িয়ে খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, তখন তো কোনো কথা ওঠেনি। তাই চাঁদ ইস্যুতেও তিনি কোনো কথা বলতে পারবেন না বলে জানানা তিনি।

তিনি বলেন, অত্যাধুনিক অস্ত্র দিয়ে বিএনপি অফিস ঘিরে রাখা হয়েছিলো। এটা কেন? কোন সংবিধানে এ অধিকার আছে? বিএনপি নেতা রিজভী আরো বলেন, সরকারের এত ভয় কীসের? এতো নেতাকর্মীদের গ্রেপ্তার কেন? সারাদেশে ৬৮০ জন নেতাকর্মীদের আটক করা হয়েছে। সরকার ভয় পেয়েছে। তাদের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। তাই তারা অস্ত্রের ভাষায় কথা বলছে। দলীয় চেতনায় পুলিশ তৈরি করেছে। তারা মিছিলে পাখির মতো গুলি করে অনেক নেতাকর্মীদের অন্ধ করেছে। আহত করেছেন এবং পৃথিবীর মায়া ত্যাগ করাচ্ছে। এরপরও আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। সংবাদ সম্মেলন থেকে রিজভী রাজশাহী শহরে যেসব বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হয়েছে সেগুলো
প্রত্যাহার ও গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব
মামুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, জয়নাল আবেদিন শিবলী, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান সৌরভ, মহানগরের আহ্বায়ক মীর তারেক, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলেল সাবেক আহ্বায়ক আল আমিন সরকার টিটুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।