বড়াইগ্রামে এক সঙ্গে তিন কন্যা সন্তানের মা হলেন গৃহবধু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে এক সঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আম্বিয়া খাতুন (২৬) নামের এক গৃহবধু। সোমবার (৪ এপ্রিল) রাতে বেসরকারী বনপাড়া আমিনা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি ওই তিনটি শিশুর জন্ম দেন।

আম্বিয়া খাতুন উপজেলার জোনাইল ইউনিয়নের সরাবাড়িয়া গ্রামের প্রতিবন্ধী নুর ইসলামের স্ত্রী।

জানা যায়, সোমবার প্রসব বেদনা উঠলে আম্বিয়াকে বনপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে অপারেশনের মাধ্যমে একসাথে তিন কন্যা সন্তানের জন্ম হয়।

বনপাড়া আমিনা হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. আনছারুল হক জানান, বর্তমানে প্রসূতি মা ও তিন সন্তান সুস্থ আছে। সুস্থ সন্তান তিনটির প্রত্যেকের ওজন দুই কেজির কাছাকাছি।

প্রতিবন্ধী নুর ইসলাম জানান, তাদের সংসারে আগের একটি মেয়ে আছে। তিনটি সন্তান ও স্ত্রী সুস্থ থাকায় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। তবে অভাব-অনটনের সংসারে আগের একটিসহ মোট চারটি সন্তান এক সঙ্গে লালন-পালন করতে সমস্যার সম্মুখীন হতে হবে বলে তিনি জানান।

জি/আর