ব্যবসায়ী সমন্বয় পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ। আজ শনিবার দুপুর ১২ টায় শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান পার্ক এর বিপরীতে রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ী সমন্বয় পরিষদের উদ্যোগে প্রায় ৪০০শত প্রতিবন্ধীদের মাঝে শাড়ী, লুঙ্গী ও সেমাই চিনি বিতরণ করা হয়।

 

রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি শারমিন বেগম সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি ও রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির আহ্বায়ক মোঃ শামসুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির সদস্য সচিব মোঃ সেকেন্দার আলী।

 

আরো উপস্থিত ছিলেন রাজশাহী বেনেতী ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ ওমর আলী, রাজশাহী বেনেতী ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ মাহবুব আলম, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সহ-সভাপতি মোঃ আলী আশরাফ খোকন, রাজশাহী বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ সেলিম রেজা, রাজশাহী পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম টুকু, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সদস্য মোঃ আওলাদ হোসেন প্রমুখ।

আলোচনা সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, প্রতিবন্ধীরা আমাদের এই সমাজেরই মানুষ, তাদেরকে উপযুক্ত শিক্ষা এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে সমাজের মূল ধারায় যুক্ত করতে হবে। তাদেরকে কোন দয়া বা করুনা নয় তাদের নায্য অধিকার তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তবেই দেশের সার্বিক উন্নয়ন সাধিত হবে।

ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত প্রতিবন্ধী ভাই বোনদেরকে আশ্বস্থ করেন তারা তাদের স্বাধ্যমত কিছু প্রতিবন্ধীদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।

ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভার পরিচালনার দায়িত্বে ছিলেন রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রাসেল।
স/শ