ব্যঙ্গাত্মক লিফলেট বিতরণ: এবার বাঘা যুবদলের আহবায়ক সালাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস প্রতিরোধে রাজশাহীর বাঘায় ব্যঙ্গাত্মক লিফলেট বিতরণ করা মামলায় যুবদল নেতা সালেহ আহম্মেদ সালামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ( ১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বাঘা পৌর মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার সালেহ আহম্মেদ সালাম বাঘা উপজেলা যুবদলের আহবায়ক ও মিলিকবাঘা গ্রামের মৃত আরজ সরদারের ছেলে।

জানা যায়, গত ১৯ মার্চ বাঘা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা করোনা পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক লিফলেট বিতরণ করেন। এই ব্যঙ্গাত্মক লিফলেট বিতরণের অভিযোগে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার ৭ নম্বর আসামী বাঘা উপজেলা যুবদলের আহবায়ক সালেহ আহম্মেদ সালামকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে এই মামলায় বাঘা পৌর যুবদল আহবায়ক আব্দুল লতিফ ও বাঘা পৌর জিয়া পরিষদের সভাপতি শাহিন মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ব্যঙ্গাত্মক লিফলেট বিতরনের মামলার আসামী গ্রেফতার সালেহ আহম্মেদ সালামকে বুধবার দপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স/অ

আরো পড়ুন …

বাঘায় ব্যঙ্গাত্মক লিফলেট বিতরণ মামলার জিয়া পরিষদের নেতা আটক